ঢাকা টু কক্সবাজার ফ্লাইট সিডিউল ও ভাড়া ২০২৫
ঢাকা টু কক্সবাজার ফ্লাইট সিডিউল

ঢাকা টু কক্সবাজার ফ্লাইট সিডিউল ও ভাড়া ২০২৫

আপনি কি ঢাকা টু কক্সবাজার ফ্লাইট সিডিউল ও টিকিট এর সর্বশেষ তথ্য খুঁজছেন? তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন।

ঢাকা টু কক্সবাজার রুটের সর্বশেষ বিমান সিডিউল ও টিকিট মূল্য নিয়ে এবারের প্রতিবেদন।

কক্সবাজার বাংলাদেশের অন্যতম প্রধাণ পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত।

প্রতিদিন হাজার হাজার দেশী-বিদেশী পর্যটক কক্সবাজার ভ্রমণে আসেন। তাদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে প্রতিদিন এ রুটে চলাচল করে বেশকিছু ফ্লাইট।

ঢাকা টু কক্সবাজার ফ্লাইট সিডিউল

এ রুটে চলাচল করে বাংলাদেশ বিমান, নভোএয়ার, রিজেন্ট এয়ারওয়েজ, ইউএসবাংলার বেশকিছু ফ্লাইট। মাত্র ১ ঘন্টায় আপনি চাইলে ঢাকা থেকে কক্সবাজার পৌছে যেতে পারেন।

এর মধ্যে নভোএয়ার, রিজেন্ট এয়ারওয়েজ ও ইউএস-বাংলা এয়ারলাইন্স – সপ্তাহে সাত দিনই ঢাকা টু কক্সবাজার রুটে চলাচল করে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে সপ্তাহে ৬দিন। শনিবারে তাদের কোন ফ্লাইট নেই।

আসুন এবার একনজরে দেখে নিই এ রুটের ফ্লাইট সিডিউল

বিমান সংস্থাটেক-অফ চলাচলের দিন
ইউ এস বাংলা এয়ারলাইন্স (BS141)সকাল ৭টা ১০ মিনিটপ্রতিদিন
নভোএয়ার (VQ921)সকাল ৭টা ৩০ মিনিটপ্রতিদিন
নভোএয়ার (VQ923)সকাল ৮টা ৩০ মিনিটপ্রতিদিন
নভোএয়ার (VQ925)সকাল ১০টা ১০ মিনিটপ্রতিদিন
রিজেন্ট এয়ারওয়েজ (RX741)সকাল ১০টা ১৫ মিনিটপ্রতিদিন
ইউ এস বাংলা এয়ারলাইন্স (BS143)সকাল ১০টা ৩০ মিনিটপ্রতিদিন
ইউ এস বাংলা এয়ারলাইন্স (BS145)সকাল ১১টা ৩০ মিনিটপ্রতিদিন
নভোএয়ার (VQ927)দুপুর ১২টাপ্রতিদিন
বাংলাদেশ বিমান (BG-433)দুপুর ১২টা ৩০ মিনিটশনিবার ছাড়া প্রতিদিন
নভোএয়ার (VQ929)দুপুর ১২টা ৪০ মিনিটপ্রতিদিন
ইউ এস বাংলা এয়ারলাইন্স (BS147)দুপুর ১টা ৫ মিনিটপ্রতিদিন
নভোএয়ার (VQ931)দুপুর ১টা ৪০ মিনিটপ্রতিদিন
ইউ এস বাংলা এয়ারলাইন্স (BS149)দুপুর ২টাপ্রতিদিন
নভোএয়ার (VQ933)দুপুর ৩টা ৩০ মিনিটপ্রতিদিন
নভোএয়ার (VQ935)বিকেল ৪টা ২০ মিনিটপ্রতিদিন
ইউ এস বাংলা এয়ারলাইন্স (BS153)বিকেল ৪টা ৩০ মিনিটপ্রতিদিন

বাংলাদেশ বিমান | ঢাকা টু কক্সবাজার ফ্লাইট সিডিউল

আসুন আমরা এবার এসব ফ্লাইটের ব্যাপারে বিস্তারিত জেনে নেই। এ ধারাবাহিকতায় আমরা প্রথমেই আলোচনা করবো বাংলাদেশ বিমান নিয়ে।

সরকারী এ প্রতিষ্ঠানটি প্রতিদিনই এ রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করে। আপনি চাইলে ভ্রমণ করতে পারেন এ ফ্লাইটেও।

  • বাংলাদেশ বিমান (বিজি-৪৩৩) : ঢাকা ছাড়ে দুপুর ১২টা ৩০ মিনিটে। সরাসরি কক্সবাজার পৌছে ১টা ৩৫ মিনিটে।
Novoair

নভোএয়ার | ঢাকা টু কক্সবাজার ফ্লাইট সিডিউল

  • নভোএয়ার (ভিকিউ৯২১) : ঢাকা ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে। কক্সবাজার পৌছে সকাল ৮টা ৩৫ মিনিটে।
  • নভোএয়ার (ভিকিউ৯২৩) : ঢাকা ছাড়ে সকাল ৮টা ৩০ মিনিটে। কক্সবাজার পৌছে সকাল ৯টা ৩৫ মিনিটে।
  • নভোএয়ার (ভিকিউ৯২৫) : ঢাকা ছাড়ে সকাল ১০টা ১০ মিনিটে। কক্সবাজার পৌছে সকাল ১১টা ১৫ মিনিটে।
  • নভোএয়ার (ভিকিউ৯২৭) : ঢাকা ছাড়ে দুপুর ১২টা। কক্সবাজার পৌছে দুপুর ১টা ৫ মিনিটে।
  • নভোএয়ার (ভিকিউ৯২৯) : ঢাকা ছাড়ে দুপুর ১২টা ৪০ মিনিটে। কক্সবাজার পৌছে দুপুর ১টা ৪৫ মিনিটে।
  • নভোএয়ার (ভিকিউ৯৩১) : ঢাকা ছাড়ে দুপুর ১টা ৪০ মিনিটে। কক্সবাজার পৌছে দুপুর ২টা ৪৫ মিনিটে।
  • নভোএয়ার (ভিকিউ৯৩) : ঢাকা ছাড়ে দুপুর ৩টা ৩০ মিনিটে। কক্সবাজার পৌছে দুপুর ৪টা ৩৫ মিনিটে।
  • নভোএয়ার (ভিকিউ৯৩) : ঢাকা ছাড়ে বিকেল ৪টা ২০ মিনিটে। কক্সবাজার পৌছে দুপুর ৫টা ২৫ মিনিটে।
Us bangla

ইউ এস বাংলা এয়ারলাইন্স | ঢাকা টু কক্সবাজার ফ্লাইট সিডিউল

  • ইউএস বাংলা (বিএস১৪১) : ঢাকা ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে। কক্সবাজার পৌছে সকাল ৮টা ১৫ মিনিটে।
  • ইউএস বাংলা (বিএস১৪৩) : ঢাকা ছাড়ে সকাল ১০টা ৩০ মিনিটে। কক্সবাজার পৌছে সকাল ১১টা ৩৫ মিনিটে।
  • ইউএস বাংলা (বিএস১৪৫) : ঢাকা ছাড়ে সকাল ১১টা ৩০ মিনিটে। কক্সবাজার পৌছে দুপুর ১২টা ৩৫ মিনিটে।
  • ইউএস বাংলা (বিএস১৪৭) : ঢাকা ছাড়ে দুপুর ১টা ৫ মিনিটে। কক্সবাজার পৌছে দুপুর ২টা ১০ মিনিটে।
  • ইউএস বাংলা (বিএস১৪৯) : ঢাকা ছাড়ে দুপুর ২টা। কক্সবাজার পৌছে দুপুর ৩টা ৫মিনিটে।।
Regent Airways

রিজেন্ট এয়ারওয়েজ | ঢাকা টু কক্সবাজার ফ্লাইট সিডিউল

  • রিজেন্ট এয়ারওয়েজ (আরএক্স৭৪১) : ঢাকা ছাড়ে সকাল ১০টা ১৫ মিনিটে। কক্সবাজার পৌছে সকাল ১১টা ২০ মিনিটে।

কক্সবাজার টু ঢাকা ফ্লাইট সিডিউল

আসুন এবার দেখে নেই কক্সবাজার টু ঢাকা রুটের ফ্লাইট সিডিউল।

বিমান সংস্থাটেক-অফ চলাচলের দিন
ইউএস-বাংলা (BS142)সকাল ৮টা ৪৫ মিনিটপ্রতিদিন
নভোএয়ার (VQ922)সকাল ৯টা ৫ মিনিটপ্রতিদিন
বাংলাদেশ বিমান (BG-436)সকাল ১০টা ৫ মিনিট
নভোএয়ার (VQ924)সকাল ১০টা ৫ মিনিটপ্রতিদিন
নভোএয়ার (VQ926)সকাল ১১টা ৪৫ মিনিটপ্রতিদিন
রিজেন্ট এয়ারওয়েজ (RX742)সকাল ১১টা ৪৫ মিনিটপ্রতিদিন
ইউএস-বাংলা (BS144)বেলা ১২টা ৫ মিনিটপ্রতিদিন
ইউএস-বাংলা (BS146)দুপুর ১টাপ্রতিদিন
নভোএয়ার (VQ928)দুপুর ১টা ৩৫ মিনিটপ্রতিদিন
বাংলাদেশ বিমান (BG-434)দুপুর ২ টা
নভোএয়ার (VQ930)দুপুর ২টা ১৫ মিনিটপ্রতিদিন
ইউএস-বাংলা (BS148)দুপুর ২টা ৪০ মিনিটপ্রতিদিন
নভোএয়ার (VQ932)দুপুর ৩টা ১৫ মিনিটপ্রতিদিন
ইউএস-বাংলা (BS150)দুপুর ৩টা ৩৫ মিনিটপ্রতিদিন
বাংলাদেশ বিমান (BG-434)বিকেল ৪টা ৫ মিনিট
নভোএয়ার (VQ934)বিকেল ৫টা ৫ মিনিটপ্রতিদিন
নভোএয়ার (VQ936)বিকেল ৫টা ৫৫ মিনিটপ্রতিদিন
ইউএস-বাংলা (BS154)সন্ধ্যা ৬টা ৫ মিনিটপ্রতিদিন
ঢাকা টু কক্সবাজার ফ্লাইট সিডিউল

ঢাকা টু কক্সবাজার ফ্লাইট ভাড়া

বিমান ভাড়া নিয়ে ধারণা নেওয়ার আগে একটা কথা জেনে রাখুন যে কোন দিন যে কোন সময় এ ভাড়া পরিবর্তন হতে পারে।

বিশেষ করে পর্যটন মৌসুমে অর্থাৎ শীত ও বসন্তের সময় বিমানের ভাড়া খুব বেশি থাকে। আবার কোনো কোনো ছুটির দিনেও টিকিটের মূল্য বেড়ে যায়।

আবার অনেক সময় এমনও হয় যে, এয়ারলাইন্সগুলো বিভিন্ন ধরনের ডিসকাউন্ট এবং অফার দিয়ে থাকে। যার জন্য বিমানের ভাড়া সবসময় একইরকম থাকে না, পরিস্থিতি ভেদে পরিবর্তিত হয়।

তারপরেও একটা সাধারণ ধারণা দেওয়ার জন্য স্বাভাবিক অবস্থাতে বিমানের ভাড়া কেমন থাকে তা জানানো হলো-

বিমান সংস্থাসরবনিম্ন ভাড়া (জনপ্রতি)সর্বোচ্চ ভাড়া (জনপ্রতি)
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স৩,৫০০ টাকা১১,০০০ টাকা
ইউ এস বাংলা এয়ারলাইন্স৪,২০০ টাকা১০,৫০০ টাকা
নভোএয়ার৩,৯০০ টাকা৯,০০০ টাকা
রিজেন্ট এয়ারওয়েজ৩,৯৯৯ টাকা৯,৮০০ টাকা

ঢাকা টু কক্সবাজার ফ্লাইট টিকিট কোথায় পাবেন?

আপনি চাইলে যে কোন বিমান সংস্থার অফিসে গিয়ে সরাসরি ঢাকা টু কক্সবাজার ফ্লাইট টিকিট সংগ্রহ করতে পারেন। আবার প্রতিটি বিমান সংস্থারই নিজস্ব ওয়েবসাইট আছে। সেখান থেকেও অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারেন।

নিচে বিমান সংস্থাগুলোর নিজস্ব ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হলো-

এসব সংস্থার নিজস্ব ওয়েবসাইটের বাইরেও বেশকিছু অনলাইন ঢাকা টু কক্সবাজার ফ্লাইট টিকিট বিক্রি করে। এরা মাঝেমধ্যে বড় ধরণের অফারও দেয়। চাইলে এসব অনলাইন থেকেও টিকিট সংগ্রহ করতে পারেন। ঢাকা টু কক্সবাজার ফ্লাইট সিডিউল

এসব অনলাইনের মধ্যে রয়েছে-

Facebook
Twitter
LinkedIn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post