যদি আপনি ঢাকা টু চট্টগ্রাম ফ্লাইট সিডিউল ও টিকেট ভাড়া জানতে চান! তাহলে আপনি ঠিক জায়গাতেই ক্লিক করেছেন। কারণ বিমান ভাড়া প্রায় প্রতিদিনই পরিবর্তন হয়। তাই সবশেষ আপডেট আপনি না জানলে আপনি বিভ্রান্ত হতে পারেন।
তাই আমরা এ রিপোর্টে তুলে ধরেছি বিমান পথে আপনি কিভাবে ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন বা চট্টগ্রাম থেকে ঢাকা আসবেন। শুধু তাই নয় আমরা এখানে আপনাকে এ রুটের সবগুলি এয়ার লাইনস সম্পর্কে জানাবো এবং ধারণা দেব ভাড়া সম্পর্কে।
ঢাকা টু চট্টগ্রাম ফ্লাইট ভাড়ার গোপন টিপস
বিমান ভাড়া সম্পর্কে একটি তথ্য আপনাকে আগে জানতে হবে। তা হলো এ ভাড়া প্রায় প্রতিদিন পরিবর্তন হতে পারে। এবং আপনি যত আগে টিকিট কাটবেন আপনার ভাড়া ততো কম পড়বে।
এই ধরুন আপনি আজ বা কাল ঢাকা থেকে চট্টগ্রামের একটি টিকিট কাটবেন তার ভাড়া যদি হয় ৮ হাজার টাকা। তাহলে আপনি যদি আগামী মাসের এই দিনের একটি টিকিট কাটেন তাহলে আপনার ভাড়া পড়তে পারে ৪ হাজার টাকা। কোন কোন ক্ষেত্রে তারও কম।
তাই জরুরী প্রয়োজন ছাড়া যদি শুধুমাত্র ঘোরাঘুরির জন্য চট্টগ্রাম যেতে চান তাহলে আগে থেকেই তারিখ ঠিক করে অন্তত মাস খানেক আগে টিকিট কাটুন। তাছাড়া মাঝে মাঝেই বিভিন্ন বিমান কোম্পানি বিভিন্ন অফার দিয়ে থাকে।
টিকিট কাটার আগে দেখে নিন আপনি যে তারিখ যেতে চাইছেন সেই সময়ে কোন কোম্পানির অফার আছে কিনা। এবিষয়টি আপনি কিভাবে দেখবেন সেটা আমরা রিপোর্টেও মধ্যে আপনাদের জানিয়ে দেব।
ঢাকা টু চট্টগ্রাম ফ্লাইট | যে বিষয়ে সাবধান থাকবেন
আরেকটা কথা, ঢাকা টু চট্টগ্রাম ফ্লাইট সিডিউল বা বিমান ভাড়া জানার জন্য আপনি ইন্টারনেটে সার্চ দিলে বিভিন্ন লেখা পাবেন। যার বেশিরভাগ লেখাই কোন না কোন বিমান কোম্পানির লোকজন লিখে বা কাউকে দিয়ে লিখিয়ে পোষ্ট করেছে। এসব রিপোর্ট পড়লে আপনি সত্যিকার তথ্য না পেয়ে বরং বিভ্রান্ত হতে পারেন।
এ রকম লেখা বোঝার জন্য একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন তারা কোন না কোন কোম্পানির ব্যাপারে অতি উৎসাহি হয়ে তথ্য দিয়েছে। কেউ কেউ আবার দেখবেন তাদের এজেন্সি থেকে টিকিট কাটার জন্য উৎসাহি করছে। এসব লেখা এড়িয়ে চলুন। কারণ এসব লেখার পেছনে উদ্দেশ্য আপনাকে বিভ্রান্ত করে তাদের কোম্পানি বা তাদের এজেন্সি থেকে টিকিট কাটানো।
ঢাকা টু চট্টগ্রাম ফ্লাইট সিডিউল
ঢাকা টু চট্টগ্রাম ফ্লাইট সিডিউল নিয়ে এবার আসি আসল আলোচনায়। ঢাকা থেকে চট্টগ্রামের পথে প্রতিদিন চারটি কোম্পানি তাদের বিমান পরিচালনা করে। এগুলো হচ্ছে- বাংলাদেশ বিমান, নভো এয়ার, রিজেন্ট এয়ারলাইনস ও ইউএস বাংলা।
এসব কোম্পানির একাধিক ফ্লাইট প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম যায়। সবমিলিয়ে গড়ে প্রতিদিন এ রুটে চলাচল করে ৬ থেকে ১৫ টি ফ্লাইট। এসব ফ্লাইটের ভাড়াও আলাদা।
বাংলাদেশ বিমান
অনিবার্য কারণবশতই আমরা প্রথমে জানাবো বাংলাদেশ বিমান প্রসঙ্গে। কারণ এটিই আমাদের দেশের একমাত্র রাষ্ট্রীয় বিমান সংস্থা। বাংলাদেশ বিমান সপ্তাহের একেক দিন একেক রকমের বিমান পরিচালনা করে। আসুন প্রথমে দেখে নেই বাংলাদেশ বিমানের ঢাকা টু চট্টগ্রাম ফ্লাইট সিডিউল।
শনিবার ৩ ফ্লাইট | ঢাকা টু চট্টগ্রাম ফ্লাইট সিডিউল
- প্রথম ফ্লাইট (১৪৭) ঢাকা থেকে ছাড়ে বিকেল ৪টা ৩০ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে বিকেল ৫টা ১৫ মিনিটে।
- দ্বিতীয় ফ্লাইট (৪১৫) ঢাকা থেকে ছাড়ে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে রাত ৮টা ১০ মিনিটে।
- তৃতীয় ফ্লাইট (৪১৫) ঢাকা থেকে ছাড়ে রাত ৭টা ৪৫ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে রাত ৮টা ৪০ মিনিটে।
রবিবার ৬ ফ্লাইট | ঢাকা টু চট্টগ্রাম ফ্লাইট সিডিউল
- প্রথম ফ্লাইট (৪১১) ঢাকা থেকে ছাড়ে সকাল ১১টায়। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে সকাল ১১টা ৫৫ মিনিটে।
- দ্বিতীয় ফ্লাইট (১৪৭) ঢাকা থেকে ছাড়ে বিকেল ৪টা ৩০ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে বিকেল ৫টা ১৫ মিনিটে।
- তৃতীয় ফ্লাইট (১২৭) ঢাকা থেকে ছাড়ে বিকেল ৪টা ৩৫ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে বিকেল ৫টা ২০ মিনিটে।
- চতুর্থ ফ্লাইট (১৩৫) ঢাকা থেকে ছাড়ে বিকেল ৫টায়। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে বিকেল ৫টা ৪৫ মিনিটে।
- পঞ্চম ফ্লাইট (৪১৫) ঢাকা থেকে ছাড়ে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে রাত ৮টা ১০ মিনিটে।
- ষষ্ঠ ফ্লাইট (১২১) ঢাকা থেকে ছাড়ে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে রাত ৮টা ২০ মিনিটে।
সোমবার ৫ ফ্লাইট | ঢাকা টু চট্টগ্রাম ফ্লাইট সিডিউল
- প্রথম ফ্লাইট (১৪৩৩) ঢাকা থেকে ছাড়ে সকাল ৭টা ৪৫ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে সকাল ৮টা ৪০ মিনিটে।
- দ্বিতীয় ফ্লাইট (৪৩৩৫) ঢাকা থেকে ছাড়ে বিকেল ৩টা ৪৫ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে বিকেল ৪টা ৩০ মিনিটে।
- তৃতীয় ফ্লাইট (১২৭) ঢাকা থেকে ছাড়ে বিকেল ৪টা ৩৫ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে বিকেল ৫টা ২০ মিনিটে।
- চতুর্থ ফ্লাইট (১২১) ঢাকা থেকে ছাড়ে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে রাত ৮টা ১০ মিনিটে।
- পঞ্চম ফ্লাইট (৪১৫) ঢাকা থেকে ছাড়ে সন্ধ্যা ৮টা ৪৫ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে রাত ৯টা ১০ মিনিটে।
মঙ্গলবার ৪ ফ্লাইট | ঢাকা টু চট্টগ্রাম ফ্লাইট সিডিউল
- প্রথম ফ্লাইট (১৯১) ঢাকা থেকে ছাড়ে সকাল ৮টা ১৫ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে সকাল ৯টা ১৫ মিনিটে।
- দ্বিতীয় ফ্লাইট (১৪৭) ঢাকা থেকে ছাড়ে দুপুর ২টা ৫৫ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে বিকেল ৩টা ৪০ মিনিটে।
- তৃতীয় ফ্লাইট (১২৭) ঢাকা থেকে ছাড়ে বিকেল ৪টা ৩৫ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে বিকেল ৫টা ২০ মিনিটে।
- চতুর্থ ফ্লাইট (৪১৫) ঢাকা থেকে ছাড়ে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে রাত ৮টা ১০ মিনিটে।
বুধবার ৬ ফ্লাইট | ঢাকা টু চট্টগ্রাম ফ্লাইট সিডিউল
- প্রথম ফ্লাইট (৪১১) ঢাকা থেকে ছাড়ে সকাল ৭টা ৪৫ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে সকাল ৮টা ৪০ মিনিটে।
- দ্বিতীয় ফ্লাইট (১২৫) ঢাকা থেকে ছাড়ে বিকেল ৩টা ১৫ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে বিকেল ৪টায়।
- তৃতীয় ফ্লাইট (১৪৭) ঢাকা থেকে ছাড়ে বিকেল ৪টা ৩০ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে বিকেল ৫টা ১৫ মিনিটে।
- চতুর্থ ফ্লাইট (১২৭) ঢাকা থেকে ছাড়ে বিকেল ৪টা ৩৫ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে বিকেল ৫টা ২০ মিনিটে।
- পঞ্চম ফ্লাইট (৪১৫) ঢাকা থেকে ছাড়ে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে রাত ৮টা ১০ মিনিটে।
- ষষ্ঠ ফ্লাইট (১২১) ঢাকা থেকে ছাড়ে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে রাত ৮টা ১০ মিনিটে।
বৃহস্পতিবার ৩ ফ্লাইট | ঢাকা টু চট্টগ্রাম ফ্লাইট সিডিউল
- প্রথম ফ্লাইট (১৪৩৩) ঢাকা থেকে ছাড়ে সকাল ৭টা ৪৫ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে সকাল ৮টা ৪০ মিনিটে।
- দ্বিতীয় ফ্লাইট (১৪৭) ঢাকা থেকে ছাড়ে বিকেল ৪টা ৩০ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে বিকেল ৫টা ১৫ মিনিটে।
- তৃতীয় ফ্লাইট (৪১৫) ঢাকা থেকে ছাড়ে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে রাত ৮টা ১০ মিনিটে।
শুক্রবার ৪ ফ্লাইট | ঢাকা টু চট্টগ্রাম ফ্লাইট সিডিউল
- প্রথম ফ্লাইট (১৯১) ঢাকা থেকে ছাড়ে সকাল ৮টা ১৫ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে সকাল ৯টা ১৫ মিনিটে।
- দ্বিতীয় ফ্লাইট (১২৭) ঢাকা থেকে ছাড়ে বিকেল ৪টা ৩৫ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে বিকেল ৫টা ২০ মিনিটে।
- তৃতীয় ফ্লাইট (১৩৫) ঢাকা থেকে ছাড়ে বিকেল ৫টায়। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে বিকেল ৫টা ৪৫ মিনিটে।
- চতুর্থ ফ্লাইট (৪১৫) ঢাকা থেকে ছাড়ে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে রাত ৮টা ১০ মিনিটে।
বাংলাদেশ বিমান টিকিট
আপনি চাইলে বিমান বাংলাদেশের লাইভ সিডিউল দেখেও আপনার ভ্রমন তারিখ ও সময় নির্ধারণ করতে পারেন। তার জন্য বাংলাদেশ বিমান সিডিউল ক্লিক করুন।
বাংলাদেশ বিমানের যে কোন ফ্লাইটের টিকিট কাটতে ক্লিক করুন তাদের অফিসিয়াল ওয়েব সাইট। কারণ এই ভাড়া প্রতিদিনই পরিবর্তন হতে পারে। তাই একটা নির্দিষ্ট ভাড়া লিখে আপনাকে বিভ্রান্ত করতে চাই না। তবে আনুমানিক হিসেব ধরলে আপনার ভাড়া পড়তে পারে ৩ হাজার টাকা থেকে ৮ হাজার টাকা পর্যন্ত।
বাংলাদেশ বিমান কার্যালয়ের ঠিকানা
- প্রধান কার্যালয় : বলাকা, কুর্মিটোলা ঢাকা-১২২৯। ফোন: ০২-৮৯০১৬০০, ০২-৮৯০১৭৩০-৪৪
- অ্যাডমিন ভবন : টার্মিনাল ভবন ও হ্যাঙ্গার কমপ্লেক্স। ফোন: ০২-৮৯০১৫০০-২২, ০২-৮৯০১৬৪০-৫৪, ফ্যাক্স: ০২-৮৯০১৫৫৮
- কল সেন্টার: ০১৭৭৭৭১৫৬১৩, ০১৭৭৭৭১৫৬১৪, ০১৭৭৭৭১৫৬১৫, ০১৭৭৭৭১৫৬১৬ (সকাল ৮টা ৩০ মিনিট থেকে রাত ৮টা)
- ম্যানেজার: ০২-৮৯০১৩০৬, ০২-৮৯০১৩৮৪, ০২-৮৯০১৬০০, এক্স: ২৭১০, ২৭১১
- ইমেইল: sms@bdbiman.com
- অনলাইন টিকিট : https://www.biman-airlines.com/booking/manage
- কাষ্টমার কেয়ার : dgmgs@bdbiman.com
- ওয়েব সাইট: https://www.biman-airlines.com
- মতিঝিল সেলস কেয়ার: ০২-৯৫৫৯৬২০, ০২-৯৫৫৩২২০, ০২-৯৫৫২১৫৫, ০২-৯৫৫৯৬৫২ (সকাল ৮টা থেকে রাত ৮টা)
- বনানী সেলস কেয়ার: ০২-৯৮২২২৬৩-৬৪ (সকাল ৯টা থেকে বিকেল ৫টা। শুক্র ও শনিবার বন্ধ)
- আশকোনা সেলস কেয়ার: ০২-৭৯১৩৭২৫, ০২-৭৯১৩৭১৫, ০২-৮৯০১৫০০ এক্স: ৪১৬১/৪১৬২
নভো এয়ার
নভো এয়ার ঢাকা টু চট্টগ্রাম রুটে প্রতিদিন ৫টি ফ্লাইট পরিচালনা করে। আসুন এবার দেখে নেই নভো এয়ারের ঢাকা টু চট্টগ্রাম ফ্লাইট সিডিউল। এগুলো হচ্ছে-
- ভিকিউ ৯০১: ঢাকা থেকে ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে সকাল ৮টা ২৫ মিনিটে।
- ভিকিউ ৯০৩: ঢাকা থেকে ছাড়ে সকাল ৮টা ১৫ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে সকাল ৯টা ১০ মিনিটে।
- ভিকিউ ৯০৯: ঢাকা থেকে ছাড়ে বেলা ১টায়। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে বেলা ১টা ৫৫ ২৫ মিনিটে।
- ভিকিউ ৯১১: ঢাকা থেকে ছাড়ে বিকেল ৩টা ১০ মিনিটে। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে বিকেল ৪টা ০৫ মিনিটে।
- ভিকিউ ৯১৭: ঢাকা থেকে ছাড়ে সন্ধ্যা ৭টায়। এ ফ্লাইট চট্টগ্রাম পৌছে সকাল ৭টা ৫৫ মিনিটে।
এ কোম্পানিটি প্রতিদিন চট্টগ্রাম টু ঢাকা রুটেও ৫টি করে ফ্লাইট পরিচালনা করে। এগুলো হচ্ছে-
- ভিকিউ ৯০২: চট্টগ্রাম থেকে ছাড়ে সকাল ৮টা ৫৫ মিনিটে। এ ফ্লাইট ঢাকা পৌছে সকাল ৯টা ৫০ মিনিটে।
- ভিকিউ ৯০৪: চট্টগ্রাম থেকে ছাড়ে সকাল ৯টা ৪০ মিনিটে। এ ফ্লাইট ঢাকা পৌছে সকাল ১০টা ৩৫ মিনিটে।
- ভিকিউ ৯১০: চট্টগ্রাম থেকে ছাড়ে দুপুর ২টা ২৫ মিনিটে। এ ফ্লাইট ঢাকা পৌছে দুপুর ৩টা ২০ মিনিটে।
- ভিকিউ ৯১২: চট্টগ্রাম থেকে ছাড়ে বিকেল ৪টা ৩৫ মিনিটে। এ ফ্লাইট ঢাকা পৌছে বিকেল ৫টা ৩০ মিনিটে।
- ভিকিউ ৯১৮: চট্টগ্রাম থেকে ছাড়ে রাত ৮টা ২৫ মিনিটে। এ ফ্লাইট ঢাকা পৌছে রাত ৯টা ২০ মিনিটে।
নভো এয়ার যোগাযোগ
- হটলাইন: ১৩৬০৩
- ফোন: ০৯৬৩৮-০১৩৬০৩, ০৯৬৬৬-৭২২২২৪, ০২-৯৮৭১৮৯১-২
- মোবাইল: ০১৭৫৫-৬৫৬৬৬০-৭২
রিজেন্ট এয়ারলাইনস
রিজেন্ট এয়ারলাইনসও এ রুটে প্রতিদিন প্রায় ৬টি ফ্লাইট পরিচালনা করে। তবে সপ্তাহে ৩দিন তারা ৪টি করে ফ্লাইট পরিচালনা করে। আসুন এবার দেখে নিই কোন দিন তারা কোন কোন ফ্লাইট চালায়।
- আরএক্স৭১১: ঢাকা থেকে ছাড়ে সকাল ৮টায়। চট্টগ্রাম পৌছে সকাল ৮টা ৪৫ মিনিটে। প্রতিদিন
- আরএক্স৭১৩: ঢাকা থেকে ছাড়ে বিকেল ৩টায়। চট্টগ্রাম পৌছে বিকেল ৩টা ৪৫ মিনিটে। প্রতিদিন
- আরএক্স৭২৩: ঢাকা থেকে ছাড়ে সন্ধ্যা ৭টায়। চট্টগ্রাম পৌছে রাত ৭টা ৪৫ মিনিটে। প্রতিদিন
- আরএক্স৭১৫: ঢাকা থেকে ছাড়ে রাত ৮টায়। চট্টগ্রাম পৌছে রাত ৮টা ৪৫ মিনিটে। প্রতিদিন
- আরএক্স৭৮৬: ঢাকা থেকে ছাড়ে সকাল ৯টা ২০ মিনিটে। চট্টগ্রাম পৌছে সকাল ১০টা ০৫ মিনিটে। রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার
- আরএক্স৭৫৩: ঢাকা থেকে ছাড়ে রাত ৮টা ১৫ মিনিটে। চট্টগ্রাম পৌছে রাত ৯টায়। শনি, রবি, মঙ্গল ও বৃহস্পতিবার
রিজেন্ট এয়ার লাইনসের ঠিকানা
- উত্তরা: ষষ্ঠ তলা, সিয়াম টাওয়ার, ময়মনসিংহ রোড, উত্তরা মডেল টাউন। ঢাকা। ফোন: ০২-৫৮৯৫১১১৭ মোবাইল: ০১৭৩০-৩৫৮৮৫৬ (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা)
- এয়ারপোর্ট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দন, অভ্যান্তরীন টার্মিনাল, ঢাকা। ফোন: ০৯৬১২ ৬৬৯৯১১, ১৬২৩৮, মোবাইল: ০১৭৩০-৩৫৮৮৬৭ (সকাল ৭টা থেকে রাত ১০টা)
- গুলশান: এস এ টাওয়ার, ব্লক এসই (এ), গুলশান ১, ঢাকা। ফোন: ০৯৬১২ ৬৬৯৯১১, ১৬২৩৮, মোবাইল: ০১৭৩০-৩৫৮৮২০, ০১৭৩০-৩৫৮৮৪০ (সকাল ৯টা থেকে রাত ৮টা)
- মতিঝিল: ৯৯, করিম চেম্বার, মতিঝিল সি/এ, ঢাকা। ফোন: ০৯৬১২ ৬৬৯৯১১, ১৬২৩৮, মোবাইল: ০১৭৩০-৩৫৮৮৬৮ (সকাল ৯টা থেকে রাত ৮টা)
- শ্যামলি : ১৪/১, শ্যামলী মিরপুর রোড, ঢাকা। মোবাইল: ০১৭৩০-৩৫৮৮১৫ (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা)
ইউএস বাংলা এয়ারলাইনস
ইউএস বাংলা এয়ার লাইনস ঢাকা টু চট্টগ্রাম ও চট্টগ্রাম টু ঢাকা রুটে প্রতিদিন ৩টি করে ফ্লাইট পরিচালনা করে। আসুন এবার দেখে নেই ইউএসবাংলার ঢাকা টু চট্টগ্রাম ফ্লাইট সিডিউল। ঢাকা টু চট্টগ্রাম রুটের ফ্লাইটগুলি হচ্ছে-
- বিএস ১০১ : ঢাকা থেকে ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে। চট্টগ্রাম পৌছে সকাল ৮টা ০৫ মিনিটে। প্রতিদিন
- বিএস ১০৫ : ঢাকা থেকে ছাড়ে বেলা ১টা ৩৫ মিনিটে। চট্টগ্রাম পৌছে দুপুর ২টা ২৫ মিনিটে। রবি, সোম, বুধ ও শুক্রবার
- বিএস ১০৭ : ঢাকা থেকে ছাড়ে রাত ৭টা ৫০ মিনিটে। চট্টগ্রাম পৌছে রাত ৮টা ৪০ মিনিটে। প্রতিদিন
এবার দেখুন চট্টগ্রাম টু ঢাকা রুটের ফ্লাইটগুলি-
- বিএস ১০২ : চট্টগ্রাম থেকে ছাড়ে সকাল ৮টা ৩০ মিনিটে। ঢাকা পৌছে সকাল ৯টা ২০ মিনিটে। প্রতিদিন
- বিএস ১০৬ : চট্টগ্রাম থেকে ছাড়ে দুপুর ২টা ৫০ মিনিটে। ঢাকা পৌছে বিকেল ৩টা ৪০ মিনিটে। রবি, সোম, বুধ ও শুক্রবার
- বিএস ১০৮ : চট্টগ্রাম থেকে ছাড়ে রাত ৯টা ০৫ মিনিটে। ঢাকা পৌছে সকাল ৯টা ৫৫ মিনিটে। প্রতিদিন
ইউএস বাংলা এয়ারলাইনস ঠিকানা
হাউস ৭৭, সোহরাওয়াদী এভিনিউ, বারিধারা, ঢাকা।
ফোন: ০১৭৭৭-৭৭৭৮০০, ০১৭৭৭-৭৭৭৮০৬
ইউএস বাংলার একটি সুবিধা আছে আপনি বাসায় বসেই হোম ডেলিভারীর মাধ্যমে আপনার টিকিট সংগ্রহ করতে পারবেন। এ নাম্বারগুলি হচ্ছে-
- ০১৭৩০-৭১৩৮৪১: এয়ারপোর্ট, উত্তরা, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা ও টঙ্গী এলাকার জন্য।
- ০১৭৩০-৭১৩৮৫৪: ধানমন্ডী, লালমাটিয়া, মোহাম্মদপুর, কলাবাগান, কাওরান বাজার, ফার্মগেইট, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার জন্য।
- ০১৭৭৭-৭০৭৫২২: মতিঝিল, পল্টন, সচিবালয়, কাকরাইল, মালিবাগ, খিলগাও, মগবাজার, যাত্রবাড়ি এলাকার জন্য।
- ০১৭৭৭-৭৭৭৮৬৩: বনানী, গুলশান, মহাখালি, নিকেতন, তেজগাও, ক্যান্টেনমেন্ট, মিরপুর, বাড্ডা, বনশ্রী এলাকার জন্য।
- ০১৭৭৭৭০৭৬২৮, ০১৭৭৭৭০৭৬২৯: চট্টগ্রাম শহরের জন্য।
বিশেষভাবে লক্ষ্য করুন
বিমান কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ও তাদের ওয়েব সাইট ঘেটে ঢাকা টু চট্টগ্রাম বিমান সিডিউল তথ্য পাওয়া গেছে। তবে কোম্পানিগুলো চাইলে তাদের ইচ্ছেমতো এসব ফ্লাইট সিডিউল ও ভাড়া পরিবর্তন করতে পারে। তাই বিমানে ভ্রমনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একবার তাদের সঙ্গে যোগাযোগ করে নিন অথবা তাদের ওয়েব সাইট ভিজিট করুন।
অন্যান্য ওয়েব সাইট থেকে টিকিট কিনবেন কিনা?
এসব এয়ার লাইনসের নিজস্ব ওয়েব সাইট ছাড়াও আপনি গুগলে সার্চ দিলে ঢাকা টু চট্টগ্রাম ফ্লাইট টিকিট কেনার জন্য অনেক ওয়েবসাইট পাবেন। আপনি চাইলে এসব ওয়েব সাইট থেকেও টিকিট কিনতে পারেন। কারণ এসব ওয়েব সাইট অনেক সময়ই অনেক অফার দিয়ে থাকে। তাতে আপনার টিকিট খরচ অনেক কমে যেতে পারে।
বি:দ্র: আমরা কোন ফ্লাইটে যাওয়া বা না যাওয়ার জন্য উৎসাহ বা নিরুৎসাহিত করি না। আমরা শুধুমাত্র সবার তথ্য উপস্থাপন করি মাত্র। সবদিক বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া আপনার দায়িত্ব। আর কোন বিমানের টিকিটের জন্য শুধুমাত্র বিমান অপারেটরদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা কোন ধরনের টিকিট সংরক্ষন করি না। বা আদান-প্রদান করি না।
ঢাকা টু চট্টগ্রাম ফ্লাইট সিডিউলপোষ্টটি আপনার জন্য সহায়ক হলে সামাজিক মাধ্যমে আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন। ধন্যবাদ। ঢাকা টু চট্টগ্রাম ফ্লাইট সিডিউল, ঢাকা টু চট্টগ্রাম ফ্লাইট সিডিউল, ঢাকা টু চট্টগ্রাম ফ্লাইট সিডিউল, ঢাকা টু চট্টগ্রাম ফ্লাইট ভাড়া